DESHERPATRO

Sunday, April 16, 2017

"Either you are with us, or you are with the terrorist

জর্জ বুশ বলেছিলো..
"Either you are with us, or you are with the terrorist" অর্থাৎ “ পৃথিবীর সমস্ত দেশগুলোকে এ মহুর্তে নির্ণয় করতে হবে- হয় তারা আমাদের সাথে অথবা সন্ত্রাসীদের সাথে”
- তার এ উক্তি পৃথিবীকে বারবার স্বরণ করিয়ে দেবে একক বিশ্বশক্তি আমেরিকার ক্ষমতার দম্ভকে।
(লিখেছেন -শরিফ খান)

#কথা যত সুন্দর দেখাক না কেন, কিন্তু উহাদের মতলব খারাপ।

মতলব খারাপ * তবে উহাদের লাভ আছে-

মুসলিম দেশের ক্ষতি ও বদনাম
______________________________
১. যুদ্ধের ফিল্ড মুসলিম ভুমি
২. যুদ্ধের জন্য বাছাই নামধারী মুসলিম।
৩. বদনাম "টেররিস্ট" মুসলিমদের।

উহাদের লাভঃ-
_____________
৪. অস্ত্র বেচে লাভবান ইউ এস, রাশিয়া, চীন।
৫. আমেরিকা নিজেরা নিজেরা যুদ্ধ করে মরেনা,
৬. রাশিয়া,চীনের ব্যাপারেও তাই, তারাও নিজেরা নিজেরা মারামারি, যুদ্ধ রক্তপাত করেনা।

ইসলামের ভুল ব্যাখ্যা করে নিজেরা রক্তক্ষয়ী যুদ্ধ করছে:-
৭.মুসলিম জাতিকে জিহাদের তামান্না বুঝিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঢেলে দিয়েছে।(বিশ্বব্যবস্থাকে শান্তিময় করার সকল প্রকার কাজই হলো প্রকৃত জেহাদ)

Note:- পশ্চিমা সাম্রাজ্যবাদীরা চক্রান্ত করে তাদের অস্ত্রের বাজারের জন্য জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, এইজন্য যে সমগ্র বিশ্বের মাঝে সবসময় একটা আতংক সৃষ্টি করে তাদের রাজত্ব পাকাপোক্ত করা।

আমাদের সবাইকে এর বিরুদ্ধে সচেতন করতে হবে।

No comments:

Post a Comment