DESHERPATRO

Tuesday, April 18, 2017

হাট - মিঠুন রাজ এর কবিতা

       
               হাট
        
                লিখেছেন- মিঠুন রাজ

সকাল থেকে বউ বকছে
যেতেই হবে হাটে
থলি হাতে গুজে দিয়ে-
থালা বাটি সঙ্গে নিয়ে
চলল পুকুর ঘাটে।

নুন মরিচ ফুরিয়ে গেছে আগের শনিবার
তেলের বোতল নিতে হবে বলেছে বারবার।

বউকে ডাকি ও বিবিজান তেলের বোতল কই?
বাঁচলে টাকা আনবো কিনে রাজাপুরের দই।

বউ এসে ঝামটা মেরে কপাল চাপড়ে বলে
থলের ভেতর সব দিয়েছি দেখো নয়ন মেলে।
বোকার মতো তাকিয়ে আছি বউ দেখে তাই হাসে
বোকা বলে বউ আমাকে বেশিই ভালবাসে।

আনতে হবে রেশমি চুড়ি বড় মেয়ের বায়না,
ছেলের জন্য ঘুড়ি লাটাই-
খাওয়ার জন্য মণ্ডামিঠাই
টানাটানির সংসার বলে বউ কিছু চায়না
তার জন্যেও আনতে হবে ছবিওয়ালা আয়না।

ছোটছেলে সঙ্গে যাবে ধরল এসে আড়ি
বললাম খোকা রাত্রী হবে ফিরবো যখন বাড়ি।

মিঠুন রাজ
৫  বৈশাখ ১৪২৪
ঢাকা।

No comments:

Post a Comment