DESHERPATRO

Tuesday, April 18, 2017

আমরা - মিঠুন রাজের কবিতা

আমরা......
                            মিঠুন রাজ

যাদের জন্য খাটছি আমরা আরাম হারাম করে
তারাই তখন বেখেয়াল অন্য কিছু ঘিরে।

যাদের জন্য রাত্রী জাগছি ছুটছি শুধু আমরা
ঠিক তখনই আদিম সুখে ভাসছে তাদের কামরা।

ভোগবিলাস ত্যাগ করে ক্লেশ সয়েছি দেহে
তখন তারা পরে রয়েছে অচেনা কোন  মোহে?

সবাই যখন আরাম করে নরম বেডে শুয়ে
ঘামে ভেজা সিক্ত দেহে আমরা পরছি নুয়ে।

সবাই যখন স্বপ্ন দেখে লক্ষ কোটি টাকার
আমরা তখন ভাবছি কবে শান্তি ফিরবে আবার?

আমরা কেন শান্তি পাইনা অন্য কিছুর ভাজে
কেমন করে তোমরা থাকো চক্ষু দুইটি বুজে?

মিঠুন রাজ
৩ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ।
সাভার,ঢাকা।

(সত্য প্রতিষ্ঠার জন্য যারা সদা জাগ্রত সেই সকল আত্মার ভাইদের উদ্দেশ্যে ছোট্ট প্রয়াস)

No comments:

Post a Comment