DESHERPATRO

Thursday, October 27, 2016

নব্যযুগে নব্য সূর্য

নব্যযুগে নব্য সূর্য

যে আছরে আসীন আমার নব্য নেতা
যেথায় দ্বারে দ্বারে অন্যায় পূর্ণ গাথা,
আসিবে শুভদিন মিথ্যা বিলীন হবে 
জপিবে সবে মানবের জয় তবে।
নব্য তূর্যধ্বনি শুনি ঐ কাহার বাণী
হেলায় নহে অবলীলায় নিও টানি।

নব নৃত্যে তালে ছন্দে গাহ ছন্দে
ভালো মন্দে মানবের রন্ধ্রে রন্ধ্রে
গাহিয়া উঠরে জাগরে তরুণ বিন্তে
নব্য যুগে নব ডাক গাথিয়া লও এ বৃন্তে।

কলিযুগ মিথ্যারঝুড়ি
কান্না আহাজারি
বাঁচাইবার নাইরে কেহ
মানবেতর গাত্রদাহ।

আসিলো এ কেন যেন,
ধরিত্রীর ক্রন্দন যার কর্ণে বাজে
চিন্তা তাহার হায় এ হাল কেন!
একটি সংগ্রামী একটি ত্যাগী সে খোজে।

হাবিব বিন আব্দুস ছোবহান

No comments:

Post a Comment