গোড়াই নষ্ট
যাহা আসিলাম করিতে রোদন
তাহাই কিছিনে করিছে উৎপাদন।
রসাতলে কি গেলোরে তর চরিত্র!
তুই আসলি কেন ওরে মিত্র।
যাহা লয়েছি মাথায় নষ্ট করিসনে
তুই যোগ্য নহে এ কাজে
তর কি ধ্বংস করা সাজে?
গড়িতে নাহি পারিস ধ্বংস করিসনে।
ভাব লয়েছিস আপনে তরে
বাঁচাইবে এ পারে,
হারে নারে
তুই ধরা এ পারে।
জাতিকে রক্ষায় নেতাগিরি
ঘুমিয়ে কেন করছো কেন বাবুগিরি?
ভাবিয়া দেখিয়ো
কি সর্বনাশা ঘুমাইছ
হেলিয়া খেলিয়া
অবহেলা অবেলা
ঘুরিয়া ফিরিয়া।
কাটাইছো জীবনটারে
ত্যাগ নাহি এক ছিদাম
হুকুম দিয়াই হইছো উদাম,
ভুলিয়া বসিয়াছো নেতাজির মন্ত্রটারে।
নেতাগিরিতে করিয়াছো ফাঁকিবাজি
সময় ফুরোলেই হবেরে তর কারসাজি।
সুযোগে সদ্ব্যবহার করিয়াছ
দেখিয়াছে সবে
দেখিয়াছে রবে।
আমানত কে পাপাত্মা গড়িয়াছ।
মানিসনে তুই ধর্মের বেড়া
যা চাইছে অন্তরে
তা বইছে মন জুড়ে
গড়িয়াছো তাই তাহার হৃদয় পোড়া।
হাবিব বিন আব্দুস ছোবহান
No comments:
Post a Comment