DESHERPATRO

Saturday, October 15, 2016

অনন্ত মিথিলা এক বেদনার নাম

অনন্ত মিথিলার কান্নায়

এ স্বপন কাড়িয়া নিল যেবা
তাহার জন্যেই মোর অকুল ব্যথা,
এ ব্যথা বইতে নারি সখা
পরতে পরতে সবই হলো শেখা।
ভুলিবোনা এ দাগা
রবে যবে এ চন্দ্রমাখা।

যাতনে জালায় পীষ্ঠ হইয়া
শিখিয়াছি হিমাদ্রী কি জিনিস,
অধম অধির অস্থির ছিলো হিয়া
বুঝিয়াছি সত্য সেথায় ফিনিশ।

আসিবে শুভদিন হাসিবে সবে
কাদিবে সেবা,
আমার স্বপন কাড়িয়া নিল যেবা।
অধির অপেক্ষা মোর এ হিয়া
তাহার পতন চিত্তে খুশি যায় দোলা দিয়া।

No comments:

Post a Comment