DESHERPATRO

Friday, October 14, 2016

মাইয়া মানুষ- ড. মাকসুদে মওলা


মাইয়া মানুষ

লিখেছেন -  DrMd Maksude Mowla

নারীর মাঝে মানুষ খুঁজি ।
এই যে চোখ,
নিজের মধ্যে ঝাপটি মারা পশু
খুঁজে পায় কদাচিৎ।

পুরুষ চোখে নারী
মানুষ হবে কবে
পিতার চোখ,
ভাইয়ের মমতা ভরা দৃষ্টি
কবে ঝিকিমিকি করবে
নগরীতে, রাজপথে
মানুষের আত্মার মিলনে
আমরা হব উচ্চ সৃষ্টি।

খুবই অবাক হলাম কবিতাটি পড়ে পাঁচ চরণেও কত মিল।

No comments:

Post a Comment