দুনিয়াময় চলমান যুদ্ধ বন্ধ করার জন্য আরেকটি যুদ্ধ খুবই দরকার আর সেই যুদ্ধটা হলো আদর্শিক যুদ্ধ। দুনিয়াময় এই আদর্শিক যুদ্ধই অনুপস্থিত। আদর্শের নামে দুনিয়াময় চলছে নানান ধান্ধাবাজি।
এসব যুদ্ধকে বন্ধ করবার পথ একটাই তা হলো মানবজাতিকে তার বিশ্বকে নিয়ে ভাবতে হবে, আমরা সবাই ভাই ভাই অন্ততপক্ষে এই ভাই ভাই সুত্রের আদর্শ নিয়ে বেচে থাকতে হবে।
চারদিকে পারমাণবিক ধ্বংসের মহড়া।। প্রকৃত আদর্শের বড়ই অভাব।
No comments:
Post a Comment