DESHERPATRO

Friday, September 30, 2016

রাসুলগণের মধ্যে কোন পার্থক্য করা যাবে না

রাসুলগণের মধ্যে কোন পার্থক্য করা যাবে না,,,
----------------
আল কোরআন বলছে-
¤ প্রত্যেক জাতির জন্য          রয়েছে রাসুল।
   (সুরা ইউনুস-৪৮)।

¤ প্রত্যেক জাতির জন্য হাদী   বা পথ প্রদর্শক রয়েছে।
   (সুরা রাদ- ৮)

¤ আমরা প্রত্যেক জাতি-        গোষ্ঠির মধ্যে কোন না         কোন  রাসুল পাঠিয়েছি।
   (সুরা নাহল- ৩৭)

¤ এমন কোন জাতি নেই,         যার কাছে সতর্ককারী         (নাযেল) আগমন করে        নাই।
    (সুরা ফাতির-২৫)

কোরআনের এইসব বর্ণনা থেকে জানা যায় যে, বিভিন্ন জাতি-গোষ্ঠির মধ্যে আল্লাহ বিভিন্ন যুগে নবী-রসুল, পথ-প্রদর্শক, সতর্ককারী ও সুসংবাদদাতা পাঠিয়েছেন।মোসলেম হওয়ার শর্ত হিসেবে ঐ সব নবী-রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা অবশ্য জরুরী। তাদের মধ্যে কোন রুপ পার্থক্য করতেও আল্লাহ নিষেধ করেছেন।
মোসলেমদের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়েছে।

¤ মোমেনরা বলে, আমরা       রসুলগণের মধ্যে কোন        তারতম্য করি না।
   (সুরা বাকারা- ২৮৫)

অর্থাৎ কোন নবীকে মানবো, কোন নবীকে অস্বীকার করবো তা হবে না, তারা সকলেই আল্লাহর রসুল।

পরবর্তিতে ইনশাল্লাহ আরো আলোচনা করবো।

No comments:

Post a Comment