DESHERPATRO

Thursday, September 29, 2016

যুদ্ধই মুক্তি যুদ্ধই শান্তি যুদ্ধই ধ্বংস যুদ্ধই নিপাত বংশ

যুদ্ধই মুক্তি যুদ্ধই শান্তি যুদ্ধই ধ্বংস যুদ্ধই নিপাত বংশ

জাতীয়তাবাদের তালে তালে নাচ
ওরে, তোরা যুদ্ধ করে বাঁচ।
অস্ত্র বানা, খরচ কর
দেশের মানুষ না খেয়ে মর।
অস্ত্র লাগবে, কামান দাগবে
পারমাণবিক বোমা লাগবে
দরকারে মানুষ রাস্তায় হাগবে
তবু আমার যুদ্ধ লাগবে।
যুদ্ধ লাগবে যুদ্ধ চাই
যুদ্ধ ছাড়া মাজাক নাই।
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই
আদিম কালের স্বভাব তাই।

শত্রুর উপর প্রতিশোধ চাই
তার জন্য হিম্মত চাই
অস্ত্র কিন, বাজেট বাড়া
সেনাবাহিনীর লাইনে খাড়া
ফুল বাজেটের অর্ধেক তাদের
যায় আসে তায় কী আমাদের?
শত্রুর উপর বিজয় চাই
ভালোবাসাতে জোস নাই
যুদ্ধে যত রক্ত গরম
কোথায় এমন আনন্দ চরম?

যুদ্ধ ছাড়া কি ভালো লাগে
অর্থনীতি ফুলে ফেঁপে জাগে?
অস্ত্রের টাকায় দেশ চলে
যুদ্ধ লাগা সুযোগ পেলে
বেঁচব অস্ত্র গড়বো দেশ
এ যে শয়তানের আদেশ!

No comments:

Post a Comment