ধরিত্রীরর ক্রন্দন
আর বইবে না বোঝা এ নিখিল
ভরিয়া গিয়াছে পাপ আর অশ্লীল।
সইবে না বইবে না আর পাপীর বোঝা
ধ্বংস আসিয়াছে নিকটে সহসা।
তোমার মাছুম বোন হয় গো ধর্ষণ
তুমি কিসের ভাই রুখে দাঁড়াও
সকল অন্যায়ের দেয়াল চুর্ণবিচুর্ণ করিয়া দাও।
দাঁড়াও হে তরুণ জারা উঠে দাঁড়াও
মাড়াও অন্যায় কে পায়ে মাড়াও
বুঝাও সত্য মরে নাই
আছিয়া বেচে সকল প্রাণে
জাগাও তাহা জাগাও
বাচাও লাখো প্রাণ বাচাও।
উঠে দাঁড়াও তব কেন ঘুমাও?
জাগাও জাতিকে জাগাও।
No comments:
Post a Comment