DESHERPATRO

Monday, September 19, 2016

দ্বীন বিক্রি হারাম - আল হাদিস

যে কোরআন পড়ে সে যেন তার বিনিময় আল্লাহর নিকট চায়।শীঘ্রই এমন লোকেরা আসবে যারা কুরআন পড়ে  তার বিনিময় মানুষের নিকট চাবে। হাদিস: (তিরমিযি ও আহমদ)- মেশকাত ৫/২১১২

যারা কোরআন শিক্ষা দেয়, তারা যেন এর বিনিময় আল্লাহর নিকট চায়।
শিঘ্রই এমন লোকের আগমন ঘটবে যারা কোরআন শিক্ষা দিয়ে মানুষের নিকট বিনিময় চাবে।
(আহমদ ও তিরমিযি)
মেশকাত-৫/২১১২

রাসুল (সাঃ) বলেছেন-
যারা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে, শেষ বিচারের দিন তার শরীরের গঠন অনেক মোটা হবে, তাদের চেহারায় গোস্ত থাকিবেনা।অন্য লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে।কি পাপের কারনে তার এই অবস্থা।
(বায়হাকি শুয়াবুল ঈমান)
মেশকাত ৫/ ২১১২

No comments:

Post a Comment