আসুন সন্ত্রাসের বীজ উপরে ফেলি
বাংলাদেশে আই এস এর অনুসারী লেবাসধারী জামাত হেফাজত সহ আরো অনেক দল রয়েছে। এদের মধ্যে জামাত আর হেফাজত এই দুইটাই হলো আই এস এর ভক্ত। এরা এখনও সন্ত্রাসের মনোভাব ভুলতে পারে নাই।যদি হঠাৎ আই এস বাংলাদেশে ঠুকে ধ্বংসলীলা চালায় তবে এরাও এতে শামিল হবে। যদিও আই এস সহ যত ইসলামের নামে সন্ত্রাসী সংঘটন রয়েছে এগুলো ঐ দাজ্জাল! ইহুদী খ্রিস্টান সভ্যতার চক্রান্তের ফসল। যেমন আগে এরা ব্রিটিশ দের চক্রান্তের ফসল হয়েছিলো,যে ব্রিটিশ রা এসে এদের মাঝে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো(আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মি.লর্ড ওয়ারেন হেস্টিংস)সেই খ্রিস্টান মাদ্রাসাভিত্তিক শিক্ষা গ্রহন করে এরা শিখেছে ফতোয়াবাজী মারামারি দলাদলি, শিখেছে জালাউ পোড়াই, হত্যা লুণ্ঠন আরো শিখেছে সংখ্যালঘিষ্ঠ দের উপরে অত্যাচার। এদের বানানো জোরাজোরি ইসলাম মানুষ কে মানতে বলছেন।অথচ রসুল (স)এর আনীত ইসলাম ছিলো মানবতার।আজ দুনিয়াময় ইসলামের নামে কলংক দেওয়ায় মানুষ এই সন্ত্রাসীদের উপর অতিষ্ঠ। মানুষ এদের ঘৃণা কোরে।
আসুন এদের রুখে দেই
নইলে ভবিষ্যেতে আমাদের সন্তানদের এরা সন্ত্রাস বানাবে।
আসুন আমরা সুখ সাম্য শান্তিময় ইসলামের কথা বলি।
আমরা ভাই ভাই। আমরা একসাথে চলি।
অন্যায় কে প্রশ্রয় না দেই।আল্লাহ আমাদের হিম্মত দান করুন।আমিন
No comments:
Post a Comment