DESHERPATRO

Monday, March 14, 2016

বিজয়ের বাতাস বাংলার আকাশে

বিজয়ের বাতাস বাংলার আকাশে

সত্য যে সত্যই তা বুঝিয়াছি
সত্যের উপর আবু জাহেলের
ভক্তের আক্রোশ রহিয়াছে
দেবেনা সত্যকে উদ্ভাসন করিতে
তবে আল্লাহ চান তার নুরকে জ্বালিয়ে রাখতে।

যত জামাতী যত হেফাজতী
যত হাম্বলী সাফী শিয়া সুন্নী
আসুক ভয় নাই
সত্যের ক্ষয় নাই।

দশ ভাই শহিদ হয়েছে
আরো শত ভাই অপেক্ষায়
পারিবেনা দমাতে
সত্যের জয় হবেই বিজয়।

সত্যের বিরোধিতা হয়
মিথ্যার বিরোধিতা নাহি হয়।
স্মরণীয় সোমবার
স্মরণীয় চৌদ্দ মার্চ
একাত্তুরের রক্তের দিন
সেই দিন আজ।

আসিয়াছে মিথ্যার পতনের কাল
সত্য হইবে আসীন
বিজয়ের খবর এলো
মিথ্যা হইবে বিলীন।

No comments:

Post a Comment