DESHERPATRO

Saturday, March 5, 2016

ওহে বাঙালী জাগো

ওহে বাঙালী জাগো,

আমি আওয়ামী লীগ বুঝিনা, বিএনপিও বুঝিনা!
আমি আমার বোনের ইজ্জতের নিরাপত্তা চাই।

আমি গনতন্ত্র বুঝিনা, রাজতন্ত্রও বুঝিনা
আমি আমার মায়ের ইজ্জতের প্রতিশোধ চাই।

আমি চাইনা,
এই নির্যাতিত মানুষগুলোর রক্তের উপর দিয়ে
প্রতিষ্ঠিত হোক সোনার বাংলা!

আমি একদল তরুন চাই,
যারা আমার বোনের দিকে বাড়িয়ে রাখা
লালায়িত জিহ্বা টেনে ছিড়ে ফেলবে,
যারা আমার বোনের দিকে তাকিয়ে থাকা
লোলুপ চক্ষু উপড়ে  ফেলবে,
যারা আমার বোনের ধর্ষনকারীদেরকে
জীবন্ত কবর দিবে।

No comments:

Post a Comment