মাননীয় সরকারের প্রতি আবেদন
ধর্ম ব্যবসায়ীদের রুখে দিন
বাংলাদেশ সরকারের কাছে আবেদন এই যে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,চরমোনাই পীর এর আন্দোলন, আরো যত লেবাসধারী আন্দোলন আছে এরা সবাই বাংলাদেশ কে জঙ্গীবাদ সন্ত্রাসবাদের আখড়া হিসেবে দেখতে চায় ইরাক সিরিয়ার মত রাষ্ট্রে পরিণত করতে চায়।
এরা সব একজোট হোয়ে আওয়ামে লীগ এবং এদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাদের কাফের, খ্রিস্টান,ইহুদি, হিন্দু ইত্যাদি বলে ফতোয়া দিয়ে জনগণ কে ক্ষেপিয়ে তোলে।এরা বাংলাদেশ সরকার কে কাফের ফতোয়া দিয়ে হঠিয়ে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায়। এরা বাংলাদেশের স্বাধীনতা কে বিশ্বাস কোরেনা। এরা ধর্মের প্রতি অন্ধ অনুকরণ কোরে ঈমান কে ভুল খাতে প্রবাহিত কোরে মানুষকে উস্কিয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি কোরে।এদের এখনই রুখে না দিলে ভবিষ্যৎ কালে এরা আরো ভয়াবহ আচরণ কোরবে বাংলাদেশ সরকার ও প্রশাসন এর প্রতি সেই সাথে সংখ্যালঘু ধর্মীয় লোকদেরও রেহাই দিবেনা। কারন এরা ধর্মের নামে সন্ত্রাস চালিয়ে ধর্মের গায়ে কলংক দিচ্ছে। আসলে এরা ধর্মের নামে ব্যবসা, সিণ্ডিকেট তৈরি কোরে মানুষকে বোকা বানিয়ে পকেট সাফ করছে।
মাননীয় সরকার মহোদয়ের কাছে আবেদন থাকবে দেশে কোন ভাবে কোন লেবাস ধারী ধর্ম ব্যবসায়ী আলেম মোল্লা পীর ফকির ফতোয়া জারি কোরে উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাধাবে তাদের আটক কোরে জনসম্মুখে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি কোরছি।
সরকারের প্রতি ধন্যবাদান্তে
হাবিব বিন আব্দুস ছোবহান
No comments:
Post a Comment