DESHERPATRO

Thursday, November 26, 2015

স্মৃতিরা মোর মোহে আনন্দঘন সমীক্ষা কষ্টের স্মৃতিরা ছিলো কেবলি পরীক্ষা। হাসিতে জীবন কাটাইতে হয় ভুবন দুঃখে থাকিলেও বুঝাইতে হয় যে এমন। সুখে আছি হাসিতে আছি জীবনে মোর দুঃখের মাঝে আনন্দ খুশি। _____পূর্ণেন্দু পত্রী স্মৃতি স্মরণে_______

স্মৃতিরা মোর মোহে আনন্দঘন সমীক্ষা
কষ্টের স্মৃতিরা ছিলো কেবলি পরীক্ষা।
হাসিতে জীবন কাটাইতে হয় ভুবন
দুঃখে থাকিলেও বুঝাইতে হয় যে এমন।
সুখে আছি হাসিতে আছি
জীবনে মোর দুঃখের মাঝে আনন্দ খুশি।

_____পূর্ণেন্দু পত্রী স্মৃতি স্মরণে_______

No comments:

Post a Comment