আশার প্রদীপ লইয়া
প্রতীক্ষার পথ চাইয়া,
দিন যায় যে বইয়া-
যাই যে তারে কইয়া।
ও সখা যাইয়োনা ভুলিয়া,
মোর অন্তর দোলাইয়া।
বলনা হবে শোকে বিন্দিয়া
কথার মর্মখানি যাবে রাখিয়া।
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Thursday, November 26, 2015
আশার প্রদীপ লইয়া প্রতীক্ষার পথ চাইয়া, দিন যায় যে বইয়া- যাই যে তারে কইয়া। ও সখা যাইয়োনা ভুলিয়া, মোর অন্তর দোলাইয়া। বলনা হবে শোকে বিন্দিয়া কথার মর্মখানি যাবে রাখিয়া।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment