DESHERPATRO

Thursday, November 26, 2015

আশার প্রদীপ লইয়া প্রতীক্ষার পথ চাইয়া, দিন যায় যে বইয়া- যাই যে তারে কইয়া। ও সখা যাইয়োনা ভুলিয়া, মোর অন্তর দোলাইয়া। বলনা হবে শোকে বিন্দিয়া কথার মর্মখানি যাবে রাখিয়া।

আশার প্রদীপ লইয়া
প্রতীক্ষার পথ চাইয়া,
দিন যায় যে বইয়া-
যাই যে তারে কইয়া।
ও সখা যাইয়োনা ভুলিয়া,
মোর অন্তর দোলাইয়া।
বলনা হবে শোকে বিন্দিয়া
কথার মর্মখানি যাবে রাখিয়া।

No comments:

Post a Comment