DESHERPATRO

Thursday, October 22, 2015

যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান কোরেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান কোরেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

আউযুবিল্লাহি মিনাশ শায়তানের রাজীম
বিসমিল্লাহির রাহমানির রহিম।

হেযবুত তওহীদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।

সম্মানিত ভাই ও বোনেরা আজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে সমস্ত- দুনিয়াময় অন্যায়-অবিচার, অশান্তি, যুদ্ধ রক্তপাত চোলছে।এই অন্যায় এইএই অবিচার এই অশান্তি এই রক্তপাত দুর কোরে ন্যায় সুবিচার প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী হেযবুত তওহীদ আন্দোলন প্রতিষ্ঠা কোরেছেন। আমরা বুঝতে পেরেছি আমাদের আগমনের উদ্দেশ্য কি এবং গন্তব্য কোথায়?
আমাদের কি কর্তব্য রয়েছে মানবজাতির প্রতি, কি কর্তব্য রয়েছে সমাজের প্রতি, কি কাজ করলে আমরা মোমেন হোতে পারবো,কি কাজ করলে আমি উম্মতে মোহাম্মদী হতে পারবো, কি কাজ কোরলে আমি আল্লাহর জান্নাতের অধিকারী হোতে পারবো?
এ সব কিছু আমার জানা ছিলোনা।
এমামুয্যামানের মাধ্যমে এই মহাসত্য পেয়েছি।আমরা হেযবুত তওহীদের পক্ষ হইতে সেই মহাসত্যের দিকে ডাকছি।

আমরা যে বিষয়টি বলতে চাই- আমাদের কে আজ ঐক্যবদ্ধ হোতে হবে।কি জন্য আমরা ঐক্যবদ্ধ হবো, কি প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হবো? সে বিষয়টি আমি বলতে চাই!
আপনারা জানেন" একটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি কোরেছেন। আল্লাহর একটা প্রাকৃতিক নিয়ম আছে যে, " ঐক্য অনৈক্যের উপর বিজয় লাভ কোরে।" দশজন ঐক্যবদ্ধ লোক আর একশতজন ঐক্যহীন লোক, এই দুইটার মধ্যে দশজন ঐক্যবদ্ধ লোক বিজয় লাভ কোরবে।একশতন ঐক্যহীন লোক কখনো বিজয় লাভ কোরবেনা। এই যে বিজয় লাভ কোরলো ঐক্যের গুণে। যাবতীয় সমস্যা আমরা সমাধান করতে পারি ঐক্যবদ্ধ হোয়ে। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হোই বিক্ষিপ্ত থাকি, আলাদা আলাদা থাকি তাহলে আমাদের সমস্যা আমরা জীবনেও সমাধান করতে পারবোনা।এ জন্য আমাদের ঐক্যের গুরুত্ব আগে বুঝতে হবে।এই মানুষ আমরা, " আমরা সামাজিক জীব"সমাজবদ্ধ হোয়ে বসবাস কোরতে হয়।মানুষ একা সে যাপন করতে পারবেনা।কোন না কোন কারনে অন্যের উপর নির্ভরশীল হোতেই হবে,এজন্য মানুষ সামাজিক জীব।

No comments:

Post a Comment