ধর্ম ব্যবসায়ীদের ব্যপারে আল্লাহ ও তার রসুল বলেন -
" তাহারা কি জানেনা যে , যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে আল্লাহ তাহা জানেন । তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা ধারণা ব্যতিত কিতাব সম্পর্কে কোন জ্ঞান নাই । তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে । সুতরাং দূর্ভোগ তাহাদের জন্য , যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তূচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ; ' এগুলো আল্লাহর নিকট হইতে ' । তাহাদের হাত যা রচনা করিয়াছে তার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের । " [বাক্বারা : ৭৭-৭৯]
" নিশ্চই যাহারা , আল্লাহ কিতাবে যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা গোপন করে ও বিনিময়ে তূচ্ছ মূল্য গ্রহণ করে ,
তাহারা নিজেদের উদরে অগ্নী ব্যতীত আর কিছুই পুরে না ,
এবং কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সাথে কথা বলিবেন না ,
ও তাহাদের পবিত্র করিবেন না ,
তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে ।
তাহারাই হেদায়াতের বদলে ভ্রান্তি ,
এবং ক্ষমার বদলে শাস্তি ক্রয় করিয়া লইয়াছে ,
অগ্নী সহ্য করিতে তাহারা কতই না দৃঢ় প্রতিজ্ঞ !!! " [ বাক্বারা : ১৭৪-১৭৫ ]
এদেরকে চেনার জন্য আল্লাহর রসুল বলেন ,
" ভবিষ্যতে এমন সময় আসবে , যখন এসলাম শুধূ নাম থাকবে ,
কোরআন শুধু অক্ষর রূপে থাকবে , (অর্থাৎ কিতাবে আবদ্ধ লিপি )
মসজিদ সমূহ জাকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হবে ,কিন্তু সেখানে হেদায়াহ থাকবে না আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নীচে সর্ব নিকৃষ্ট জীব ,এবং তাদের তৈরী ফেতনা তাদের দিকেই ধাবিত হবে !!! " [ হযরত আলী (রা: ) থেকে বায়হাক্বী ও মেশকাত ]
No comments:
Post a Comment