সনেট সম্রাট কাব্য
কাব্য কি না মহাকাব্য তাহা ন জানি
দারুনের তারুণ্য জয়গান বাণী,
সুন্দর করিয়া রুপে ভরিয়া
বিধি গড়িয়া দিয়াছে মানব দরিয়া।
সাজো গো সাজো সখা
আসবো বলে কে করিবে দেখা।
সাজন নাচন আর হবেনা,
দাবানল দিবে যবে হানা।
দাঁড়াবেই তুমি তারুণ্য নেতা
ভয় নহে লাগিবেই জেতা।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment