আশীর্বাদ
হে তরুণ বলি তোমায়
খাড়া হও বসো শক্ত ভেলায়,
নাও লগি বৈঠা বাইতে হবে নাউ
হাল ছাড়লে চলবেনা বন্ধ ন রাউ।
প্রভুর তরে চাহিবার সাধ্য নাই
যাহা বলিয়াছি আগে তাহা করি নাই।
ভরসা তাহার নামে হও আগুয়ান
সত্যের তরে খাড়া এ সে নওজোয়ান।
ফিরিবেনা থমকিবেনা ডরাবেনা
ভয় ন করিবা দেখে অগ্নিবীণা।
সহসা চলিবা হইবা দুর্বার
শত্রুরে হানিবা আঘাত
করিবা সব চুরমার।
ভাইয়ের সাথে কাঁধ মিলিয়ে কাঁধে
পিছুটান ন করিবা,
মৃত্যুর পেয়ালা পান করিবা স্বর্গ সাধে।
ত্যাগেই সুখ ভোগে নহে,
তাহাই পাই সকল ধর্মে কহে।
মানবের তরে বিলিন কর নিজেরে
তাহাতেই সুখ মলিন হয়ে বলরে।
সব সুখ দিলাম বাদ
করিবো ত্যাগের আবাদ,
পারিবো কি তাহা?
যবে আজি ভরা জাহা?
ত্যাগ ন করিবার চাহে
নামাজ আছে ঠিকই ধর্মের কথা কহে,
পদে পদে তার স্বার্থ
মানকল্যাণে ব্যর্থ।
তার নামাজ হইলোনা
সেতো মানবের খবর নিলোনা।
আশীর্বাদ তাহার তরে
মানবের সেবাই যে কমতি ন কোরে।
ভরে গো ভরে আমার মন ভরে,
অন্তর থেকে সালাম তারে।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment