DESHERPATRO

Thursday, October 29, 2015

পুঁজিবাদী ধনতন্ত্র

পুঁজিবাদী ধনতন্ত্র

জমা করিয়াছে ধন
অভাবে বাড়িয়াছে বেদন।
ছাড়িয়াছি যেমন
স্রষ্ট্রার দেওয়া বিধান।
পুঁজিবাদী ধনতন্ত্র
দিচ্ছি ভোট খাচ্ছে চুষে গণতন্ত্র,
এবার বদলাইতে হইবে মরনতন্ত্র।
নইলে উপায় নাই
মরিতে হবে ভাই,
অর্থের মন্দায়
না খাইয়ে মারিতে চায়।

হাবিব বিন আব্দুস ছোবহান।

No comments:

Post a Comment