DESHERPATRO

Friday, October 16, 2015

ধৈর্য

ধৈর্য

চিন্তাই আমায় মারিলো
বেচেও মরে আছি
তব সুখ নাহি মনে
আমি বলি জনে জনে

একবার যবে আসিয়াছি ধরার পরে
বিপদ ঘাড়ে চাপিয়া
খাইলো কুঁড়িয়া কুড়িয়া
লোকে দেখে যায় হাসিয়া।

এমন বিপদে পড়েছি রে বা
আসোনা দেখোনা অভয়ে বলোনা!
কি হলো মোর আকুলি জীবনে
আমি তাহা বলি জনে জনে।

হে প্রভু তোমার দরবারে
তাহাই জানাই যাহা মোর অন্তরে,
তুমি অন্তর্যামী বিপদে আমি
রক্ষা করিবার ভার নিবে তুমি।

তব এশার সলাতে বলিলাম প্রভুরে
বিপদে পড়েছি দয়া করো মোরে,
মুহুর্তেই মুশকিল আসান
যে বিপদ প্রভু করিলেন অবসান।

তুমি বিপদে পড়িলে
প্রভুরে স্মরণ করিলে,
তোমার মিলিবে যাহা করিবে পণ
হয়তো মুহুর্তে নয়তো কিছুক্ষণ।

থাকিবে তোমার যতই সুখ আর দুঃখ
ভাঙিয়া পড়িবেনা সাহসে ফুলিয়ে রাখো বক্ষ।
পাহাড় সমান আসিলে বিপদ
ধৈর্য ধরিয়া খন্ডন করিবে সেই আপদ।

হাবিব বিন আব্দুস ছোবহান।

No comments:

Post a Comment