বে'আক্কেল মুসলিম
আমি নামাযী
আমি হাজী
কেহ রিফুজী,
দ্বারেদ্বারে ঘুরে জায়গা মিলে নাহি
কিছু খাবার লাই করে দেহব্যবসায়ী।
বিপদে সিরিয়া ইরাকী
তাতে আমার কি
আমি নামাযী
আমি হাজী
আমি জঙ্গী
ধরেছি ভঙ্গী
সহায় মোর পশ্চিমা
অস্ত্র দেয় সাথে ভঙ্গিমা।
অস্ত্র দিলেম রে বা
নিজেরা নিজেরা মরবা,
খিলখিলাইয়া হাসি
মুসলিম মরে রাশি রাশি,
আহা লাভ আমার আর তার
রক্তের হলি রক্তের বন্যা যায় ভাসিয়া,
দাবা খেলাই আমেরিকা আর রাশিয়া।
রক্তে ভাসাই খুব জেহাদি
মরি মারি নগর শহর করি বরবাদি
নামে সেও মুসলিম
আমি তো পাক্কা মুসলিম।
আমি খুব আল্লাহর নাম কাম করি
এরা সব কাফের ধরো সব মারি,
কত প্রাণ গেলো হায়
আহা কত আহাজারি,
হইলো কত রিফুজি
যায়গা নাই
সেতো ছিলো তার কাফের ভাই
আমি পাক্কা মুসলিম তাতে কি?
তারে আমি কেন
করিলাম ঘর থেকে বাহির,
আমি ভাবিনি আমি বুঝিনি
হয়ে গেছি উন্মাদ
ভুল ব্যাখ্যায় করছি জেহাদ।
জেহাদ তব ইহা,
যাহারে করিলে ঘর ছাড়া,
তাহারেই ফেরাইয়ে আনো
হবে রে হবে রে তর পুণ্য।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment