ওরা ধিক্কার দি বলে
তোর ইসলামের গোড়ায় বালি।
তো মুসলমান হবি কবে
তর লজ্জাবোধ কবে হবে?
তর হয়না হজ্জ
তর হয়না নামাজ।
তুই রিফুজি আজ
তর নাহি লাজ।
তুই হজ্জের টাকা দি করছিস ফুর্তি
তর লোভ লালসা আর কত ভর্তি?
আয়লান বহু ভাসে
চোখে ঝল
আজি টলমল,
কয়দিন গেলি
সব কথা যাই ভুলি।
তুই মুসলমান কোরেছিস নাম ধারণ
তেল বেচা টাকা দি করিস দাবিদাওয়া পুরণ।
নাহি লস খবর হইলো যারা রিফুজি
চসমখোরের লগে তর সব চালবাজী।
পাশে মরে তর ফিলিস্তিন সিরিয়া
আর তুই মস্তবড় মুসলিম
হজ্জ ব্যবসা জমজমাট,
লেবাস ফিটফাট
তর এতো টাকা আরো তেলের দরিয়া।
ওরা আজ অসহায় সিরিয়ান রিফুজি ওরা
যাহারা বানাইলো তারা ডাকে আসো তোমরা
চার্চ তোমাদের জন্য খালি
শান্তি ইসলাম শান্তি ইসলামের গোড়ায় বালি।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment