আয়রে আয় শিখে যা
তুই বাংলার সন্তান নহে
আমার মা বোনেরে দিসনি সম্মান,
কেড়েছিস বাংলার মান
আজিকে বাংলার চিত্র তা কহে।
তুই বুঝিসনি ধর্ম
শিখিসনি সভ্য কি জিনিস,
তুই তো নরপশু পিশাচ
তাইতো তর সব জঘণ্য কর্ম।
আয়রে যা শিখে যা
তরে যে জন্ম দিলো সেও মা,
তরে যে পালন করলো সেও মা,
তরে যে দশ মাস পেটে ধরলো সেও মা,
আয়রে যা শিখে যা,
তুই তো মানুষ না,
মাকি তেরা এক জেছা,
সেও তো মায়ের মতন
পারলিনা করিতে যতন।
চাচ্ছিস পশ্চিমার অনুকরণ?
সেতো দিয়েছে ধোকা,
তুইতো বোকা,
তর যে ভঙ্গী
হবি একদিন জঙ্গী।
করবি দেশ বন্দর ধ্বংস,
হাজার বছরের ঐতিহ্য করবি শেষ
আরো তর বংশ।
তর কারনেই তো জঙ্গী হবে আমদানি
মানবতা কি ত্যাগ কি তাও তো শিখিসনি।
আয় রে আয় শিখে যা
এ যে আমার বাংলা মা,
তাহারে সেলাম জানা-
মেঠো পথে বিছিয়ে দে চাদরখানা
ধুয়ে দে পাপ ভুল তর ক্ষমা চা।
ফুলে ফলে ভরিয়ে দে আয় না,
সুখে আনন্দে নেচে যা।
আয়রে আয় শিখে যা
এ যে আমার বাংলা মা।
মাগো ভয় নেই আর
আসিয়াছে ছেলে তোমার,
বাঁচাইবে ইজ্জত আব্রু
হাসিতে হাসিতে দেবে জান
সব করিবে কোরবান-
সে তো বাংলার সন্তান।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment