DESHERPATRO

Tuesday, September 29, 2015

US WEAPONS GIVE TO ISIS BUT WHY? (Destroy Human beings?)

US WEAPONS GIVE TO ISIS
BUT WHY? (Destroy Human beings?)

আই এস আই এস(ISIS) হলো ইসলামেরর নামে একটি অপব্যাখ্যা দার করানো সন্ত্রাসী সংগঠন (গোষ্ঠী)। সম্প্রতি ইরাক সিরিয়ায় আমরা যে ধ্বংস দেখছি তা এই আই এস নামক সংগঠন দ্বারা সংঘটিত।  আর এই আই এস সংগঠন এর অস্ত্রদাতা হলো ইউ এস(আমেরিকা) এদের মদদে আজ আই এস ধ্বংস করছে মুসলিম দের।তাদের মসজিকেও, শুধু বম আর বম।আমাদেরও ভয়ের ব্যাপার আছে। আমাদের এখানেও যে আসবেনা তার নিশ্চয়তা কি? অস্ট্রেলিয়া অলরেডি বলে দিয়ে তারা আমাদের দেশে আর খেলবেনা।কারন জঙ্গীবাদ সন্ত্রাসবাদের ভয়ের আশংকায় তাদের দেশে হুশিয়ার কোরে দেওয়া হয়েছে ইতিমধ্যে।

No comments:

Post a Comment