DESHERPATRO

Tuesday, August 18, 2015

বিড়ি সিগারেট কি আসলেই নেশা? তাহলে নেশা কি? বিড়ি সিগারেট কি হারাম? কোন দলিল আছে কি? বিড়ি সিগারেট পান কোরলে কি মানুষ মাতলামি কোরে? মাতলামি করে যাহা খেয়ে তাহাই কি হারাম নহে?

বিড়ি সিগারেট কি আসলেই নেশা?
তাহলে নেশা কি? বিড়ি সিগারেট কি হারাম? কোন দলিল আছে কি? বিড়ি সিগারেট পান কোরলে কি মানুষ মাতলামি কোরে? মাতলামি করে যাহা খেয়ে তাহাই কি হারাম নহে?

বিড়ি সিগারেট মানুষ কে ধ্বংস এর সম্মুখীন কোরে না,সুরা বাকারার ১৯৫ ংনং আয়াতে যে আল্লাহর ধমক এই ধমক বিড়ি খেয়ে শরীরের ক্ষতি যক্ষ্মা ক্যান্সার এ সমস্ত ধ্বংস আল্লাহ বুঝাই নি, নিজের জীবনকে ইহকালীন ধ্বংস হলো আল্লাহর দ্বীন বিধান ব্যতিরেখে অন্যটা মানাই হলো নিজের জীবনের পতন,এ পতন তো ইহকালীন পতন নয় শুধু পরকালীন পতনও, এই হলো আসল ধ্বংস নিজের জীবনের। আর এই হুকুমত শিক্ষা গ্রহন কোরে মানবের প্রতি দয়া করা। আল্লাহ এ সমস্ত মানুষ কে পছন্দ কোরেন।

বিড়ি সিগারেট নেশা নয়। কিন্তু এর মধ্যে নিকোটিন জাতীয় বিষ থাকে, এ জাতীয় ধুমপান কোরলে মানুষের যক্ষ্মা হয় এবং অন্যান্য সমস্যাও হয় ধীরে ধীরে, এটা সেবন করলে পাকস্থলীর পরিপাকতন্ত্রে লালচে দাগ পড়ে, কলিজা ফেপড়া, লাল ও কালো হয়।

কোরান হাদিসে ধুমপান এর নিষেধাজ্ঞা নাই।তবে আল্লাহ যাহা নেশা হয়, তা মানুষ ধ্বংস কোরে, সালাহ কায়েম করতে সমস্যা হয় তা আল্লাহ হারাম কোরেছেন। মদ, গাজা,হিরোইন, চরস,এগুলো নেশা হয়।

বিড়ি সিগারেট এ নেশা হয়না তবে নিকোটিন জাতীয় বিষ আছে, এগুলো সম্প্রতি বের হয়েছে, এগুলো পান করলে মানুষ একেবারে মরে যাবেনা,

যেগুলো নেশা হয়, সেগুলো না বলুন। অনেকে বিড়ি সিগারেট পান করছে, নামায পড়ছে, চাকরি বাকুরি করছে,অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন। তাহলে এটা হারাম হবে কেন? হারাম হবে সেটাই যেটা খেয়ে অসাভাবিক জীবনযাপন কোরবে।

No comments:

Post a Comment