DESHERPATRO

Wednesday, August 12, 2015

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেহনতি মানুষের জয় হোক। (আমীন)
বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেহনতি মানুষের জয় হোক। (আমীন)
বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেহনতি মানুষের জয় হোক। (আমীন)
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে একটিই বাক্য জন্ম নিয়েছিল, আর তা হল ’জয় বাংলা’। এবং এই জয় বাংলার জন্মদাতা হলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকল প্রকার অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হল জয় বাংলা যা এক প্রকার চেতনা বা শক্তি এবং যা স্বয়ং পরম করুনাময় আল্লাহ কর্তৃক রহমত দানকৃত ও সমর্থিত, ফলে ’নাড়াই তাকবীর, আল্লাহ আকবার’ উচ্চারনকারী, ধর্মান্ধ ও ভন্ড অনুসরনকারীদেরকে চরমভাবে পরাজিত করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের। 

জয় বাংলা ’চেতনার’ কথা বলে। এই চেতনাটা কিসের চেতনা ? এই চেতনাটা হল: সত্যের চেতনা, ন্যায়ের চেতনা, মানবতার চেতনা, মানব কল্যানের চেতনা, শিক্ষার চেতনা, উন্নয়নের চেতনা, সভ্যতার চেতনা, শান্তির চেতনা, পরম করূণাময় আল্লাহকে সন্তুষ্ট করার চেতনা যা কি না প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামের চেতনা যা শুধু দেশ প্রেমিকরাই অন্তর থেকে উচ্চারন করে। এবং জয় বাংলা আল্লাহর রহমত দানকৃত ও সমর্থিত একটি রাজনৈতিক শ্লোগান, যা নাড়াই তাকবীর আল্লাহ আকবার উচ্চারনকারীদের চরমভাবে পরাজিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন। হে পরম করূণাময় আল্লাহ ‘জয় বাংলা’ কে এমনভাবে প্রতিষ্ঠিত কর যেন কেয়ামত পর্যন্ত কেউ এর কোন ক্ষতি করতে না পারে বরং প্রতিক্ষন এর শক্তি ও গতি বহুগুন বৃদ্ধি পায়। আমীন
সৎ মানুষই ইসলামের অনুসারী, আর অসৎ ইবলিশের অনুসারী। কারন মহানবী হযরত মহম্মদ (স.) নিজে সৎ ছিলেন। অসৎ মানুষকে আল্লাহ কখনও ক্ষমা করেন না। আল্লাহই সর্বজ্ঞ। হে আল্লাহ ধর্মান্ধদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা কর। আমীন

চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, চাই শান্তিপূর্ণ মুসলিম বিশ্ব, সকলের সাথে সুসম্পর্ক, কারো সাথে শত্রুতা নয়। ইসলাম ভন্ডামী পছন্দ করে না। ধর্মান্ধতা অসভ্যতার জন্ম দেয়, কিন্তু মহানবী হযরত মহম্মদ (স.) এর শিক্ষা  সভ্যতা  ও শান্তি প্রতিষ্ঠা করা। সভ্যতা ব্যতিরেকে কোন উন্নয়নই টেকসই হয় না। ইতিহাস স্বাক্ষী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেহনতি মানুষের জয় হোক। (আমীন)

No comments:

Post a Comment