সাথী হারা সম্রাট
হাবিব বিন ছোবহান
সাথী হারা এক পথিক
চাহিয়া রয়েছে সে পথপানে
সাথী আমার চলেছে কোনখানে,
কেন চলে গেছো গোপনে?
আজি একলা ভাবে এমনে
খালি নিঃসঙ্গ তোমায় ছাড়া
বাচি একলা কেমনে?
তুমি ছিলে বন্ধু ছিলে বিন্দু
ভরা ছিলো মন
এখন আমি উদাসী
খালি মন প্রান্তর,
তোমারী খুঁজে সন্ন্যাসী।
No comments:
Post a Comment