DESHERPATRO

Friday, July 24, 2015

সাথী হারা সম্রাট

সাথী হারা সম্রাট
হাবিব বিন ছোবহান

সাথী হারা এক পথিক
চাহিয়া রয়েছে সে পথপানে
সাথী আমার চলেছে কোনখানে,
কেন চলে গেছো গোপনে?

আজি একলা ভাবে এমনে
খালি নিঃসঙ্গ তোমায় ছাড়া
বাচি একলা কেমনে?
তুমি ছিলে বন্ধু ছিলে বিন্দু
ভরা ছিলো মন
এখন আমি উদাসী
খালি মন প্রান্তর,
তোমারী খুঁজে সন্ন্যাসী।

No comments:

Post a Comment