মনুষ্য হস্তী (কবিতা)
আনোয়ার হোসাইন আকাশ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পৃথিবী আজ চোখ ধাঁধানো
মরিচবাতি,
রাতারাতি মানুষগুলো
হচ্ছে হাতী।
হাতের কাছে যা আছে সব,
মসজিদ মন্দির সিনাগগ প্যাগডা
ঈশ্বর ভগবান রব,
ভরছে পেটে, পেটে হ্মুধা!
খুদভাত লবন লংকায়
হয় না সুধা।
সুদের সৌধে টাঙ্গিয়ে
কেতাবের আয়াত,
নিচ্ছে নিশ্চিন্তে
সুদভিত্তিক বায়াত!
খড় থেকে টিন ইট,
ইটের দালান,
মদ গাঁজা হিরোইন
ফেন্সিডিলের চালান।
অন্যায় অবিচার
আর খুন ধর্ষণ,
কেবল দু'হাতে কামনা
স্রষ্টার রহম বর্ষণ!
সবকিছু হাতের মুঠোয়
তবু এক চোখ কানা,
কি ভাবছে, করছে
নিজেই নিজের অজানা।
এভাবে চলছে চলবে
যতোদিন আছে হায়াত,
গ্রন্থে গ্রন্থে সাজানো থাক
সেকেলে অক্ষর আয়াত!
ছুদুর কল্ব জুড়ে তোমার
দাজ্জালীয় অলঙ্কার,
মরিচবাতির নিচে দ্যাখো
পৃথিবী অন্ধকার॥

No comments:
Post a Comment