DESHERPATRO

Wednesday, June 24, 2015

কোরান (বাকারা ১৭৪)হাদিস মোতাবেক দ্বীন প্রচারের ব্যাপারে অর্থ গ্রহন সঠিক নয় 

হযরত মুহাম্মদ (সাঃ)-এর বাণী ।
কোরান (বাকারা ১৭৪)হাদিস মোতাবেক দ্বীন প্রচারের ব্যাপারে অর্থ গ্রহন সঠিক নয় 
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত রাসূল (সাঃ) বলেছেন, সেদিন বেশি দূরে নয় যখন আমার উম্মতের কতক লোক দ্বীনের জ্ঞান লাভে তৎপর হবে ও কুরআন শিক্ষা করবে এবং বলবে যে, আমরা আমীর-ওমরাদের কাছে যাব এবং তাদের দুনিয়ার কিছু অংশ গ্রহণ করে পরে আমরা আমাদের দ্বীন নিয়ে তাদের কাছ থেকেসরে পড়ব। কিন্তু তা কখনও হবার নয়, যথা- কণ্টকময় কানাদ গাছ। তা থেকে যেমন কাঁটা ছাড়া কোনো ফল লাভ করা যায় না, তেমনি তাদের কাছ থেকেও কোনো ফল লাভ করা যায় না; কিন্তু-। পরবর্তী রাবী মুহাম্মদ ইবনে ছাব্বাহ (র) বলেন, কিন্তু শব্দ দ্বারা রাসূল (সাঃ) যেন গুনাহর প্রতি ইঙ্গিত করেছেন। (ইবনে মাজাহ)
{মিশকাত শরীফ, হাদীস নং - ২৪৫, সোলেমানিয়া বুক হাউস, ঢাকা।}

No comments:

Post a Comment