এমাম মাহদী(আ) কেও এই জাতি মেনে নিবেনা কারন তাদের ধর্মব্যবসা বন্ধ হোয়ে যাবে।
গভির ভাবে ভাবুন। বনী ইসরাইল জাতি ঈসা আঃ এর অপেক্ষায় ছিলেন। আর যখন ঈসা আঃ এলেন তখন বনী ঈসরাইল জাতি ঈসা আঃ কে অস্বিকার করল এবং ভন্ড জাদুকর, কাফের বলে গালি দিল। আবার মক্কার কুরাইশ, ইহুদি, খৃষ্টান, হিন্দুগন বিশ্বের রহমত, বিশ্বনবী মোহাম্মাদ (সাঃ) এর অপেক্ষায় ছিলেন। রাসূল সাঃ যখন এলেন, তখন তারা ভন্ড, কাফের, জাদুকর বলে অস্বীকার করলেন। আজও অনেকেই কোরেই চলছেন।
আবার যখন কলিযুগের মহামানব এমাম মাহদী (আ) যখন আবির্ভূত হবেন। তখন তার দ্বারা সত্য দ্বীনের নতুন সংষ্করণ এই ইহুদী-খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মোসলেম সম্প্রদায় কাছে মহা মশকিল হবে নাতো?
সেই যুগ অবতার, সত্যযুগ আনয়নকারী এমাম মাহদী (আ) কেও তো নামধারীরা কাফের মুরতাদ বোলে ফতোয়া দিবেনা?
তাই সাবধান হউন।
No comments:
Post a Comment