DESHERPATRO

Tuesday, May 5, 2015

অন্ধ বিশ্বাস দুধ ও সাদা তরল বিষের মত

অন্ধ বিশ্বাস দুধ ও সাদা তরল বিষের মত

অন্ধ ভাবে বিষ কে সাদা দুধের মত ভাবি তাইলে কি হবে? কারন দুধ যেমন সাদা তেমন তরল বিষ পানির মধ্যে মেশালে সাদাই হয়। অর্থাৎ দুর থেকে দেখলে বুঝা যাবেনা যে কোনটি দুধের গ্লাস আর কোন টি বিষের গ্লাস। দুরে থেকে বাচ্চাদের বলা হবে বাচ্চারা কে আগে দুধের গ্লাস দুইটি শেষ করিতে পারবে? এবার ভাবুন কি হইতে পারে? নিশ্চিত বাচ্চার মরন হইতে পারে। একজন কিন্তু দুধের পেয়ালা পানের ফলে ভালোই থাকবে কিচ্ছু হবেনা বরং শান্তি পাবে। তাহলে বুঝুন অন্ধ ভাবে না বুঝে না দেখে,দুধ না বিষ তা না দেখেই এর আকিদা অর্থাৎ সঠিক ধারণা না জেনেই (Correct concept) খেয়েছে ফলাফল মৃত্যু।
আজ দুনিয়াময় ইসলামের ব্যাপারে দেখুন তাই হচ্ছে অর্থাৎ সঠিক আকিদা না জেনে কেউ এ দল ও দল অর্থাৎ দলাদলি কোরছে। দুধের পেয়ালায় হাতই দিচ্ছেনা, সর্বদা দিচ্ছে বিষের পেয়ালায় হাত এবং খাচ্ছেও। আকিদা যদি বুঝতো তাইলে আর বিষ কি খাইতো?  হেযবুত তওহীদ আজ আল্লাহর রহমে সেই দুধের পেয়ালা নিয়ে দাড়িয়ে আছে।আজ দুনিয়ার মোসলেমরা বুঝুক এরা কি বিষের পেয়ালা পান কোরবে না বুঝে (আকিদা) দুধের পেয়ালাই নিবে এবং খেয়ে শান্তি (ইসলাম)লাভ কোরবে?

No comments:

Post a Comment