ঘামের দাম দেয়নি ওরা (কবিতা)
হাবিব বেন ছোবান
( video-শ্রমিকের ঘামের দাম দেয়নি ওরা: http://youtu.be/hzYI9ES1cdI)
আসলে দেয়নি ওরা দাম
ঘাম মুছে যাওয়ার আগে,
দিন রাত কষ্ট করেছে ওরা
খাটনি কোরে হাড় বেরিয়ে গেছে
কোরেছে কতই না হাড়ভাঙা কাম!
দর্জালের কায়দা ভোগবাদী
ধনীরা শিখেছে তাহা
পশ্চিমা শিখাইছে যাহা,
খাও দাও ফুর্তি করো
এটাই যে জীবনযাত্রা
আহা শ্রমিকেরে দুপায়ে ঢলে কি অতিমাত্রা।
শ্রমিকের ঘামের দাম দেয়নি ওরা
দুমুঠো ভাত খাইতে পারিনা
আমি ময়না বেগম
সারাদিনে পাই সত্তুর টাকা
হয়না কাপড় এতে হাড়িটাও ফাকা।
কাম যদি নাহি থাকে খাবার মিলেনা,
অধিকার তো বুঝিনা দরিদ্রও ঘোচেনা।
মে দিবস আবার কি জানা হলোনা
একবার কাম মিলিয়ে বাচ্চা কাচ্চা বাচে
একটু ভাত পানি হলেই ওরা আনন্দে নাচে,
অধিকার কোথা মিলিবে একটু বলনা?
স্বামী আমারে ছাড়িয়ে চলেছে অন্য পাড়ে
সংসার বোঝা খানা চাপিয়াছে আমার ঘাড়ে।
কিছু কাম মিলিলে চলে জীবন চাকা
বন্ধ হইলে ইহা মানিক থাকিবে ফাকা।
No comments:
Post a Comment