DESHERPATRO

Tuesday, February 17, 2015

তাহারাই কাপুরুষ (কবিতা) হাবিব বেন ছোবান

তাহারাই কাপুরুষ (কবিতা)
হাবিব বেন ছোবান

ওহে বাঙালী কেন ঘরমুখী হোয়েছো
এই বিপদ দেখে কেন পলায়নপর হয়েছো?
তোমরাই না বায়ান্নের সময়ে
ভাষার জন্য আত্মাহুতি দিয়েছো!
আজ কেন তুমি ঘরমুখো রয়েছো?

বের হইবার সফল সময় যায় চলে
এইবার থমকে বসে থাকা
আর নাহি চলে,
তোমার মাতৃভূমি কে তোলো বিশ্ব দুয়ারে।
যদি একবার চলে যায় দুষ্কৃতির হাতে
এই সোনার দেশ আর কাটিবে না সুপ্রভাতে।
এখনই সময় রুখে দাঁড়াবার,
এমন সময় কি আসিবে বার বার?

যাহারা আজিকে নিয়েছো শপথ
জাতিকে একতা করার-
বসে থাকা তো শোভা নহে তোমার
এখনই মুখ্য সময় জাতির তরে যাবার।
যদি শেষ হয় এ মাটি ও মানুষ
তোমার কি আর প্রয়োজন হইলে তাহারা ফানুশ?
চারিধারে শুনি হাহাকার কান্না আর্তনাদ
আজি শত্রু বাজায় বাশি ফেলে মৃত্যুফাদ।

দাউ দাউ কোরে জ্বলছে,
তোমার বাংলা মায়ের বুকে আজ আগুন
তুমি শপথ নিয়েছিলে -
জাতিকে মুক্ত করার সেই তুমি নিজেই খুন?
তোমার মাঝে আর প্রশুর মাঝে
তফাৎ নাহি পাই,
মানবেরে রক্ষার কামে
তোমার অংশ দেখি নাই।

তাই বলি ওহে ভাই
আর সময় নাই,
করো তোমার স্বর্গের কামাই-
আসো মানব কল্যাণে জীবন বিলাই।
মানবের তরে জীবন যে করিবে দান
তারাই তো মহান তারাই তো মহিয়ান,
কত নবী রাসুল দিয়েছে পাড়ি
কোরে মানবের কল্যাণ,
দিয়েছে জীবন হোয়েছে শহীদ
তাহাদের সাহাবায়ে কেরাম,
এরাই তো মহান এরাই তো মহিয়ান।
তুমি মুসলমান তুমি খ্রিস্টান
তুমি বৌদ্ধ তোমার ধর্ম সনাতন,
তোমাদের সকলের একই কাম
তোমার এবাদত তোমার জীবন
সেতো মানবের কল্যাণ।

আজি বাংলার তরে
জ্বলে আগুন ঘরে ঘরে
এখনই সময় তোমার
বাংলার আগুন নিভাবার।
তুমি চাহনা কি স্বর্গ হ্যাভেন জান্নাত?
মানবের বিপদে আগুয়ানই তোমার মান্নাত।
এইবার যদি তুমি ফেল কোরো-
তাইলে অপেক্ষায় থাকো
অন্য বিপদের আগুনে জ্বলিবার
তছনছ হইবে সব তোমার পুড়ে হবে ছারখার।
এখনই তোমার মুখ্য সময় রুখে দাঁড়াবার।
এমন সময় নাহি আসিবে বার বার।

একাত্তুরে শয়তানী চক্র বাংলায়
আগুন লাগিয়ে মত্ত ছিলো আনন্দ মেলায়।
আজি বাংলার দুয়ারে তাহাই দেখি
যাহা কোরেছিলো শয়তান অভিমুখী।
বাঁচিবার একই পথ
শত্রু করিবো রদ,
হইবো একতা
মানিবো না কোন বাধা।
হইবো আগুয়ান ছিনিয়ে আনিবো বিজয়
রক্ষা করিবো মোর দেশ মোরা হইবো দুর্জয়।
ভয় নাহি পাই মোরা প্রভুর সেনা,
তাহারেই করিবো মাত্র ভয় -
মানিবো না কোন উন্মাদনা।
খুলে দিতে চাহি গোলামীর শিকল
ঘরে বসে থেকোনা খুলো তোমার আকল।

বাঙালী জাতির এই মহা বিপদে
নাহি যদি করো দয়া
কেউ করিবে না মায়া
সোনার দেশ হইবে শেষ অব্দে অব্দে।
আখি খুলো ধর্মের দায় বলেও তো এসো!
মানুষ মানুষের জন্য কেন তুমি ঘরে বসো?

মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান।

No comments:

Post a Comment