DESHERPATRO

Wednesday, March 4, 2015

মানবজাতি আজ ছুটছে কোথায়? হাবিব বেন ছোবান

মানবজাতিকে ছুটছে কই?

মানবজাতির নারকীয় অবস্থার রুপ আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পেয়েছি। আর বর্তমানে?  সেটা চাক্ষুষ - সেটা কিভাবে?  তার কারন? কেন?
এই জন্য যে, আজ ব্যক্তি সমাজ রাষ্ট্র তথা পুরা দুনিয়ায় স্রষ্টার হুকুমের অধীনে কিছুই চলছে না। স্রষ্টার বিধানে চলছে আর সব মাখলুকাত আর সেরা মাখলুকাত মানুষ চলছে কার হুকুমতে বিধানে?  সেটা কোথা হইতে?
আজ দুনিয়ার সবাই এক কথায় জানে যে আমাদের সবার চাইয়া মহা শক্তিধর রাষ্ট্র হইলো আমেরিকা সেই (UN) এর কর্ণধার ৭০% এর বেশি হইলো ইহুদী এবং সাথে খ্রিস্টান সম্প্রদায়। এদের হুকুমে চলছে দুনিয়ার জীবন যাত্রার মান উন্নয়ন চলছে ব্যাংকিং সুদভিত্তিক ব্যবস্থা এবং বাংলাদেশ ইসলামের নামে ব্যাংক গুলোর কর্ণধার তারাই। আর বিশ্বব্যাংক এর আওতায় সমস্ত ব্যাংক গরিমসি।  এর একটাই জবাব যে, ইসলামিক অর্থনীতি ব্যবস্থায় মানজাতির মুক্তি নিহিত আর দাজ্জাল ইহুদী-খ্রিস্টান সভ্যতার অর্থনীতিক ব্যবস্থায় নরক অর্থাৎ ভোগান্তি। এর প্রমাণ সিঙ্গাপুরে সমাজতন্ত্রীয় অর্থনীতিক ব্যবস্থা সাথে আন্তর্জাতিক সুদভিত্তিক ব্যবস্থা। (সিঙ্গাপুরে যেকোন নাগরিক কে জিজ্ঞেস করুন)। 

এ কথা ইহুদী-খ্রিস্টান দের কথায় প্রমাণিত  - সুশীল সমাজের খ্রিস্টান প্রণ্ডিত আক্ষেপ কোরে একথা বলেন যে
-----" তাদের উক্তিতে উঠে এসেছে যে" আমাদের ব্যাংকিং ব্যবস্থা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে কাল ভোর না হতেই আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়ে যেতো।"--

তাহলে শুধু একটি দিক নিয়েই মানবজাতির সর্বনাশা কাহিনী আর দাজ্জালের অন্যান্য- গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কমিউনিজম ইত্যাদি নারকীয়তার পরিপুর্ণ আর সেই বর্ণনা অনেক লম্বা- এর মধ্য আজ দুনিয়াময় গণতন্ত্রের খুবই জয় হোয়েছে- যারা পাক্কা মোসলেম দাবিদার তারা গণতন্ত্র ছাড়া কিচ্ছু বুঝেনা। ইসলামের সাথে গণতন্ত্র মিশিয়ে নাম দিয়ে ফেলেছে " ইসলামী গণতন্ত্র - (দুধের সাথে তেতুল মিশিয়ে দেখেছেন কি হয়?)
আজ আমার বাংলার কথা বলি--
দাজ্জালীও গণতন্ত্রের নারকীয়  ব্যবস্থার রুপ আমার বাংলায় দেখুন-
এতেও হুশ না হইলে অনাগত ভবিষ্যৎ কালে শুধু মানবজাতির নয় সেই সাথে ছোট বাংলার ও মানুষেরও ভোগান্তি আছে, এটা ভুয়াও নয়, মিথ্যাও নয়,প্রমাণের দরকারও নয়, তার কারন সময়ই বলে দিচ্ছে আরো বলে দিবে।(Wait and See).
এর পর বলবেন যে কিভাবে সমাধান তাইতো?
এর একটাই জবাব - যে আদিকাল থেকে স্রষ্টা প্রদত্ত হুকুমত মানবজাতিকে শান্তি দিয়ে এসেছে।
সকল ধর্মের মানুষ ঠিক একটা কথা বিশ্বাস কোরে যে স্রষ্টা একজন আছেন, আর "সকল ধর্মের মর্মকথা সবার অর্ধে মানবতা |" এই শক্ত ভিত্তি যদি আজ মানজাতি না বুঝে তাহলে দাজ্জাল তার Weapons ব্যবসা জমজমাট হবে দুনিয়ায় যুদ্ধ জিইয়ে রেখে, (Today every religious believers must unite for peace and humanity)
আজ মানবজাতিকে সেই মহাসত্য, শান্তির উৎস ধর্মকে ধারণ কোরে শান্তি কায়েম কোরতে হবে,নইলে অনাগত ভবিষ্যৎ কালে মানবজাতির মুক্তির বদলে অশান্তির সনদ বানিয়ে দুনিয়া  ও তার বসবাসরত মানব কে শান্তি দিতে পারবেনা। তা পারবে যিনি মানবসহ সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ (Our creator). মানবজাতির সুষ্ঠ সমাধান ধর্মকে(Peace for human kinds)ফেলে রেখে মনুষ্যজাতি ছুটছে কই?

মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান।

No comments:

Post a Comment