DESHERPATRO

Monday, February 16, 2015

ভগ্ন হ্রদয় (কবিতা) লিখেছেন- কবি- এল,জে সোহেল হাজারী

ভগ্ন হ্রদয় (কবিতা)
লিখেছেন- কবি- এল,জে সোহেল হাজারী

জীবনের অনেক কষ্টের স্মৃতি গাথা
কেহ জানেনা আমার হারানো দিনের কথা,
জানি তুমি আসবেনা
আর কোন দিন ফিরে
তাই আমার জীবনটা
চোলছে অনেক ধীরে।

জীবন সেতো থেমে থাকার কথা নয়
মাঝে মাঝে আমার মনের ভিতর
লুকায়িত কষ্টের কথা মনে হয়।

যতই বুঝাইরে মন
করিসনে আর খেলা-
এক হাতে মোর ভালোবাসার ফুল
অন্য হাতে প্রেমের জালা।

বসন্তে কুকিলের ডাক
সেতো পাগলপারা
মাঝে মাঝে দিয়ে যায়
আমাকে একটু নাড়া।
ভালোবাসা মিশে গেছে
হাজার লোকের ভীড়ে,
গিটারের সুর আর বাজেনা
তার টা গেছে ছিঁড়ে।
যুগলের ভালোবাসা
যুগলেই শেষ হয়,
সেই স্মৃতি নিয়ে
মোর ভাবার কিছু নয়।

ভালোবাসা মানুষ কে
কোরে দেয় নষ্ট,
মানুষ বলতে পারে না
শোকের কষ্ট।
ভালোবাসা নরম নহে
তাহা যে বড়ই শক্ত
বুঝেছে যাঁহারা
হোয়ে গেছে কবি ভক্ত।

বিদীর্ণ সোহেল হাজারী
প্রেম দোয়ারের ভিখারী।
স্বপ্ন মোর কেবলি স্বপ্ন
তাহাই মোর হ্রদয় অতীতে মগ্ন।

No comments:

Post a Comment