DESHERPATRO

Friday, April 4, 2014

কেয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে , বিশাল বিশাল অট্টালিকার প্রতিযোগিতা ।

কেয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে ,
বিশাল বিশাল অট্টালিকার
প্রতিযোগিতা ।
রাসুল (সাঃ) কেয়ামতের যে কয়টা আলামত
বলে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে '
মেষ পালক বা উটের রাখাল গুলো বিশাল
বিশাল অট্টালিকা বানাবার
প্রতিযোগিতায় নামবে ।
বুরুজ আল শেখ , দুবাইয়ের সব চেয়ে উচু দালান
উদ্বোধন করার পরেই সৌদি প্রিন্স ওলিদ বিন
তালাল ঘোষণা করে , সে বিশ্বের সব
চেয়ে উচু দালান নির্মাণ করবে ।
যথারীতি সেটার নকশা , সেটা নিয়ে কাজ
শুরু করার পরিকল্পনাও করা হইছে । বিন
লাদেন
কোম্পানি'কে দেয়া হচ্ছে সেটার কাজ ।
কথা সেটা না , কথা হচ্ছে গিয়ে ...
কেয়ামত
যে অতি নিকটে সেটা এখন চোখ
খোলা রাখলেই বুঝা যায় । যেই আরবরা এক
সময় উটের দুধ , খেজুর আর রুটি খেয়ে জীবন
যাপন করতো , সেই আরবরা আজ বিশাল
অট্টালিকা বানাবার
প্রতিযোগিতা করতেছে । না চাইতেও
তারা কেয়ামতের আলামতের বাস্তবায়ন
করছে । আর এটাই হচ্ছে রাসুল (সাঃ) সত্যতার
অন্যতম উদাহরন ।
মূল যে কথাটা বলতে চাই ... কেয়ামতের
ছোট
ছোট আলামত গুলো এখন অহরহ দেখা যাচ্ছে ।
এখন শুধু বাকি ইমাম মাহদি আসার অপেক্ষা ।
আর বিশ্ব পরিস্থিতিও বার বার জানান
দিচ্ছে , অচিরেই ইমাম মাহদি আসতেছে ।
একটা ব্যাপার খেয়াল রাখবেন , ইমাম
মাহদি আসা মানেই দাজ্জাল এসে পরা , আর
দাজ্জাল আসা মানেই ঈসা (আঃ) আসা । আর
ঈসা (আঃ) আসা মানেই মুজাহিদদের শহীদ
হবার শেষ সময় ঐটা । এরপড়ে হয়তো আর কোন
লড়াই থাকবে না , যে লড়াই করে কোন
মুজাহিদ শহীদ হবার সুযোগ পাবে । কারন
ততক্ষনে কেয়ামতের অন্যসব আলামত শুরু
হয়ে যাবে এবং দুনিয়া ধ্বংসের
দিকে আগাবে ।
তাই , যারা আল্লাহ্'র আরশের
নিচে ছায়া পেতে চান , তাদের উচিত '
শক্তি এবং সামর্থ্য অনুযায়ী এখনই জ্বিহাদের
কাজে অংশগ্রহন করা । সময় খুব কম , শেষ
জামানার শেষ
প্রান্তে দাড়িয়ে আছি আমরা । দুনিয়ার
প্রেমে হয়তো এই সময়টাও হেলায়
হারিয়ে ফেলবো আমরা ।
" নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান
রয়েছে । তিনিই বৃষ্টি বর্ষণ করেন
এবং গর্ভাশয়ে যা থাকে,
তিনি তা জানেন
। কেউ জানে না আগামীকল্য
সে কি উপার্জন করবে এবং কেউ
জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে ।
আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত " -
[সূরা লোকমান (৩১) - আয়াত নং -৩৪]


Posted via Blogaway

No comments:

Post a Comment