DESHERPATRO

Monday, April 7, 2014

মানুষ কি মানুষের বিধাতা হতে পারে?????

মানুষ কি মানুষের বিধাতা হতে পারে?????

আজ দুনিয়াময় মানুষের সার্বভৌমত্ব কায়েম হয়ে গেছে। আল্লাহর সার্বভৌমত্ব নস্যাৎ করে ইহুদী-খ্রিস্টান সভ্যতা অর্থাৎ দাজ্জালের সার্বভৌমত্ব আজ দুনিয়াময় বিরাজ করছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে সেই দাজ্জালের সার্বভৌমত্ব এর সব গুলো ব্যবস্থাও এই মোসলেম নামধারী জাতিটিও মেনে নিয়েছে,সেই সাথে আল্লাহ কে বাদ ইহুদী-খ্রিস্টান সভ্যতা অর্থাৎ দাজ্জাল কে তারা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত বিধাতা হিসেবে মেনে নিয়েছে,রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিচারনীতি সব কিছুরই প্রভু হিসেবে আজ মোসলেম জাতিও দাজ্জাল কে তাদের বিধাতা ও রব হিসাবে মেনে নিয়েছে। যা ধ্বংস করে এসলামের আইন কানুন প্রতিষ্ঠার কথা ছিলো সেই সব কিছুই এরা মেনে নিয়ে গোলাম হয়ে গেলো। অন্যের গোলাম হয়ে বেচে থাকা আর না থাকা সমান। কোরানের ভাষায়েও আজ মোসলেম নামধারী জাতি কাফের মোশরেকে পরিণত (মায়েদা ৪৪;৪৫;৪৭) তাইলে এরা কি মোমেন?? হুজুরাত ১৫ -জেহাদ কই? নুর ৫৫ কই শাসনক্ষমতা?, 

রাসুল (স)এর যে দায়িত্ব অর্থাৎ আমাদের দায়িত্ব অন্য ভুল ব্যবস্থা ভেঙ্গে আল্লাহর দীনুল-হক প্রতিষ্ঠা করা= ফাতাহ ২৮;তাওবা ৩৩-৩৯;সফ ৯)

কিন্তু আজ আমরা কি করছি???

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।

No comments:

Post a Comment