DESHERPATRO

Friday, April 4, 2014

এখওয়ানুল মোসলেমিন অর্থাৎ মোসলেমরা ভাই ভাই।

এখওয়ানুল মোসলেমিন অর্থাৎ মোসলেমরা ভাই ভাই।।

আচ্ছা ভাইয়ে ভাইয়ে যাই মতভেদ হোক না কেন, আমরা তো এক আত্মার মানুষ ছিলাম??? কিছু ধর্মের ব্যবসায়ী দের জন্য আমরা ভাই ভাই কেন রেষারেষি করবো?? আমরা চেষ্টা করবো কোরান দিয়ে যাচাই করে সবই মানতে।

তাই আল্লাহ বলেন- এই কোরান মোত্তাকিদের জন্য হেদায়াত অর্থাৎ পথপ্রদর্শক। (বাকারা ২)

আর যারাই দীনের কাজ করবেন,,,,  আল্লাহ তাদের বলেছেন দীনকে প্রতিষ্ঠা করো মতভেদ করোনা (সুরা  শুরা ১৩)

তাইলে আল্লাহ এখানে দীনের ব্যাপারে মতভেদ করতে নিষেধ কোরেছেন। কেননা দীন এসলাম নিয়ে মতভেদ করলেই মোসলেম ভাই ভাই হয়ে যাবে শত্রু।  হবে অশান্তি।  বতমানে তাই হচ্ছে। আমাদের মধ্যে যা আছে তা আল্লাহ ও তার রাসুলের উপর ছেড়ে দিয়ে চুপ হয়ে যেতে বলেছেন আল্লাহ। আর যারাই আল্লাহর এই নির্দেশ অমান্য করবে তারা কি মোসলেম????

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment