DESHERPATRO

Saturday, March 15, 2014

কাফের আর মোমেনের মধ্যে পার্থক্য কি? সালাহ না জেহাদ?

কাফের আর মোমেনদের মধ্যে পার্থক্য হলো জেহাদ সালাহ নয়।

যে ব্যক্তি জেহাদ ছেড়ে দিয়ে শুধু নামাযই পড়লো সেকি মোমেন?? (হুজুরাত ১৫)

কাফের আর মোমেনদের মধ্যে পার্থক্য হলো জেহাদ সালাহ নয়।।(হুজুরাত ১৫ হলো আল্লাহর definition)
ঈমান আনার পরই হলো জেহাদ (হুজুরাত১৫) সালাহ নয়।

আর যারাই জেহাদ করবে তারাই মোমেন। জেহাদ ছাড়া কোন কালে কেউ কোনদিন মোমেন হয়েছে কি??  হয়নি।।

আর নামায (সালাত)  কাদের জন্য অই মোমেনদের জন্যে(সুরা এবরাহীম ৩১)
যারা জেহাদ করবে এই জন্যে (নেসা৭৫) (আর না করলে শাস্তি দুনিয়া ও আখিরাতে তাওবা-৩৩-৩৯)
আর যারা মোমেন নয় তারা কি? তারা কাফের (তাগাবুন২)

দাড়ি টুপি দিয়ে নামায পড়লেই কি মোমেন হইলো?? সে মোত্তাকি হইলো।  কিন্তু হেদায়াহ নাও পেতে পারে।।তাই আল্লাহ তার কোরানে প্রথমেই বলে দিলেন "এই কোরান মোত্তাকিদের জন্য হেদায়াহ অর্থাৎ পথ প্রদর্শক।  মানে মহা মোত্তাকি হইলেও পথ সঠিক না থাকলে, সঠিক আকিদা না থাকিলে একজন মহা মোত্তাকি মহা পরহেজগার এবং মোকাম্মেল ঈমান্দার  লোক থাকিলেও বিজ্ঞ আলেম উলামাগনের অভিমত এই যে তার যদি আকিদা অর্থাৎ দীনের সঠিক ধারণা না থাকে তাহলে সে কাফের হইয়া যেতে পারে। তাইলে নামায পড়লেই মোমেন আর না পড়লেই কাফের এটা অযোক্তিক কথা। তার প্রমান হলো - রাসুল (স) খন্দকের যুদ্ধের পরিখা খননকালে আছরের সালাহ কায়েম করলেন না।।তাহলে কি তিনি আপনাদের definition এর জন্য (---) হয়ে যাবেন?(  নাউযুবেল্লাহ। আসলে আজকের নামদারী মোসলেম জাতি জেহাদ বাদে কাফের মোশরেক এ পরিনত নিজেরাই( হুজুরাত১৫, তাওবা-৩৩-৩৯, সুরা মায়েদা৪৪;৪৫;৪৭- মোমেন হলে শাসনক্ষমতা কই?(নুর ৫৫) রাসুল যা করেছে তা বাদ দিয়েছে মানে এরা কি?? উম্মতে-মোহাম্মাদী? এ কাজ না করেই? (তাওবা ৩৩;ফাতাহ২৮;সফ৯)
জেহাদের প্রস্তুতি কালে কমানো আর
জেহাদের ময়দানে যুদ্ধের সময় সালাহ আছে? নেই এটা আল্লাহর হুকুম (সুরা নেসা ১০১-১০৩)

তাহলে জেহাদ কেতালের সময় যারাই সালাহ বাদ দিবে তারাই কাফের হয়ে তারপরে জেহাদ করবে? এ কি হতে পারে??? impossible.. কুরানের definition যারাই না নেবে তারা কি?  জালেম( কাহাফ৫৭)

তাহলে এরা কিসের সালাহ কায়েম করে? সালাহ কি এদের জন্য? যারা মোমেন জেহাদ করবে (হুজুরাত১৫) তাদের জন্য সালাহ (এবরাহীম৩১))
just thought of it....

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment