DESHERPATRO

Monday, March 17, 2014

আমাদের দেশসহ মোসলেম বিশ্বে এসলাম প্রতিষ্ঠার নামে কি প্রতিষ্ঠা হইছে?

আমাদের দেশসহ মোসলেম বিশ্বে এসলাম প্রতিষ্ঠার নামে কি প্রতিষ্ঠা হইছে?
পবিত্র মুরশিদ কেবলার সাইট ও আশেকে রাসুল:-
১)পীর আউলিয়া প্রতিষ্ঠা হইছে,
২) বিভিন্ন তরিকায় পীরসাবদের আস্তানা ঘরে উঠেছে।
৩) বিভিন্ন মাজার শরিফ,কদম শরিফ প্রতিষ্ঠা হইছে।
৪)পীর কেবলা বাবার তরিকা পন্থা গড়ে উঠেছে।
৫) বিভিন্ন যায়গায় ধর্মের নামে ব্যবসা পেতে বসেছে।
৬) লাল বাবা শালু বাবা থাবা বাবা পানি বাবা প্রতিষ্ঠা হইছে।
৭)৪ তরিকার ৪ পীর লাইন প্রতিষ্ঠা হইছে

আরেক টা সাইট হলো - নায়েবে রাসুল ও এসলামের ধব্জাধারী:-
১) এরা মসজিদে মসজিদে এমামতি করে দীন বেচা প্রতিষ্ঠা করেছে।
২) ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের পথ প্রতিষ্ঠা কোরেছে।
৩)ফতোয়াবাজীতে কে কার উপরে যেতে পারে সেজন্য ভেদাভেদের দেয়াল প্রতিষ্ঠা কোরেছে।
৪) এসলামের নাম কোরে বিভিন্ন আকিদার বিভিন্ন দলাদলির সিস্টেম পয়দা হইছে।
৫) ৪ মতবাদের চার মাযহাব প্রতিষ্ঠা হইছে।
৬) আরো হইছে, মহান মহান আলেম,উলামা, মোল্লা মোওলবী, শায়েখ, মুফতি,  মোহাদ্দেস আর জংগী বাহিনী।এসলাম কি প্রতিষ্ঠা হয়েছে?? হয়নি।

সব মিলিয়ে আট রকমের আট মতভেদে ভাগে ভাগ হয়ে জাতি আজ সারা মোসলেম দুনিয়ায়  ৭২ ফেরকা প্রতিষ্ঠা হয়েছে। কোথাও কি এক ইঞ্চি এসলাম প্রতিষ্ঠা বেড়েছে?? বাড়েনি।কি বেড়েছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বেড়েছে অর্থাৎ মারামারি প্রতিষ্ঠা হয়েছে।
এই কাজ কারবার দলাদলি অর্থাৎ বিভিন্ন মতভেদ নিয়ে খাড়া অর্থাৎ বিকৃত আকিদা নিয়ে খাড়া এই দলগুলো এদের কাজ নিয়েই ব্যস্ত এসলামের নাম কোরে। রাসুলের (স) অফাতের পরে ১৪০০ বছর পার হয়ে গেলো, এই উম্মতে-মোহাম্মাদীর কথা ছিলো সারা দুনিয়া অধিকার করে সেখানে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কিন্তু আজ এরাই প্রতিষ্ঠিত হইছে লেকিন এসলাম অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা হয়নি। আজ দুনিয়ার মানুষ ঘোমড়ে ঘোমড়ে কাঁদছে একটু এসলাম অর্থাৎ শান্তির অপেক্ষায়।
তাহলে সেই প্রকৃত এসলাম অর্থাৎ শান্তি কোথায়?
মহান আল্লাহ দয়া কোরে সেই শান্তি প্রকৃত এসলামের জ্ঞান আবার দান কোরেছেন এ যামানার এমাম এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নীকে।
তিনি আল্লাহর একত্মবাদের উপর একটা সত্য আন্দোলন গঠন কোরেন তার নাম "হেযবুত তওহীদ " যার অর্থ আল্লাহর একত্মবাদের দল।
এর মানে হলো" আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম শুনবো না"
এই আন্দোলনের উদ্দেশ্য হলো সারা দুনিয়ায় সত্যদীন /দীনুল-হক /প্রকৃত এসলাম প্রতিষ্ঠা সকল দল মতভেদ কে উপেক্ষা কোরে,এক আল্লাহর একত্মবাদের দিকে।

আপনাদের সবাইকে সত্যদীন প্রতিষ্ঠার জন্য আহবান জানাচ্ছি।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment