প্রকৃত সত্য প্রচারে নিজেদেরকে উৎসর্গ কোরেছে হেযবুত তওহীদ
শনিবার, মার্চ ১৫, ২০১৪, ১৭:৪৬বিশেষ নিবন্ধমন্তব্য যোগ করুন(দেশেরপত্র)
এস.এম.সামসুল হুদা, মুখপাত্র, হেযবুত তওহীদ:
আমরা যারা যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারী তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত কোরেছি। বর্তমান পৃথিবী তার ইতিহাসের এক কঠিনতম ক্রান্তিকাল অতিক্রম কোরছে। পৃথিবীর ইতিহাসে বর্তমানের মত এমন অন্যায়-অশান্তি ও রক্তপাত আর কখনও হয় নি। বর্তমান প্রেক্ষাপটে খুব কঠিন কাজ জেনেও সমগ্র মানবজাতিকে শান্তি প্রদানের উদ্দেশ্যে আমরা গুটি কয়েক লোক একত্র হোয়ে সত্য প্রকাশের মতো কঠিন কাজটিকে কাঁধে তুলে নিয়েছি। নিবেদিত প্রাণ একদল মানুষ উদয়াস্ত পরিশ্রম কোরে যাচ্ছি এসলামের প্রকৃত সত্যকে মানবজাতির সামনে তুলে ধরার জন্য। আমরা এই কাজের কোন পারিশ্রমিক চাই না, এই কাজের পারিশ্রমিক আমরা নেব একমাত্র স্রষ্টার কাছ থেকে যিনি আমাদের উপর এই বিশাল দায়িত্ব অর্পণ কোরেছেন। আমরা মহান প্রভুর কাছে অঙ্গীকার কোরেছি এই পৃথিবীতে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা কোরে আল্লাহর এই জমিন থেকে সমস্তরকম অন্যায়, অত্যাচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দূর কোরব। বর্তমানে এসলামের নামে যারা উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছে এবং ধর্মকে পুুঁজি কোরে ব্যবসা কোরছে তারা অবশ্যই পরিত্যাজ্য। তারা যে এসলামের কথা ওয়াজে-মাহফিলে, মসজিদে-মাদ্রাসায় সুর কোরে মানুষকে শোনাচ্ছে তা প্রকৃত এসলাম থেকে লক্ষ কোটি মাইল দূরে। আমরা কোর’আন ও হাদিস থেকে স্পষ্টভাবে তাদের ভ্রান্ত অবস্থান জাতির সামনে তুলে ধোরছি। কিন্তু আশ্চর্যের বিষয় হোল এর পরও কতিপয় স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, বিশেষ কোরে এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী মোল্লা। এই ধর্মব্যবসায়ীদের সম্পর্কে আলাদা কোরে কিছু বলার দরকার পড়ে না, এদের আরবিয় লেবাসের অন্তরালে লুকায়িত প্রকৃত রূপ জাতির সামনে ক্রমেই প্রকাশ হোতে শুরু কোরেছে। আজ সমস্ত পৃথিবী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতনে পরিপূর্ণ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষের চেষ্টার কোন শেষ নেই। কিন্তু কোনভাবেই কিছু হোচ্ছে না। বরং দিনের পর দিন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়েই চোলছে। এই অবস্থা থেকে মুক্তির জন্যে আমরা একটি প্রস্তাবনা জাতির সামনে তুলে ধোরছি। আমরা জানি যে আমরা কী নিয়ে দাঁড়িয়েছি। আমরা এমন এক সিস্টেম, এমন এক জীবনব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছি যে জীবনব্যবস্থা এই অশান্তিময় পৃথিবীতে শান্তি দিবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত। একথা বলার পেছনে আমাদের শক্তি যুগিয়েছে ইতিহাস। পূর্বে আরবের মানুষগুলোকে বলা হোত আইয়্যামে জাহেলিয়াতের মানুষ, সেই আইয়্যামে জাহেলিয়াতের মানুষগুলিকে স্বর্ণের মানুষে পরিণত কোরে দিলো যে সিস্টেম যে জীবনব্যবস্থা, আমরা সেই জীবনব্যবস্থার কথা বোলছি। যে সিস্টেম বাস্তবায়নের ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা এমনভাবে প্রতিষ্ঠিত হোয়েছিল যে একজন সুন্দরী নারী সমস্ত শরীরে স্বর্ণালংকার পরিহিত অবস্থায় মাইলের পর মাইল হেটে যেতেন। তার মনে আল্লাহর ভয় এবং বন্য জন্তুর ভয় ছাড়া আর কোন ভয় থাকতো না। বিচারব্যবস্থা এমন প্রতিষ্ঠিত হোয়েছিল যে বিচারালয়ে মাসের পর মাস কোন বিচার আসতো না। এটা এসলামের প্রকৃত ইতিহাস। অত্যন্ত দুুঃখের বিষয় হোল- এই এসলামটা আজ আমাদেরকে ভুলিয়ে দেয়া হোয়েছে।
আজ বিশ্বময় আমরা যে এসলাম দেখছি এটা আল্লাহ এবং তাঁর রসুলের প্রকৃত এসলাম নয়। এটা বৃটিশদের তৈরি এসলাম। বৃটিশরা চক্রান্ত কোরে ষড়যন্ত্র কোরে এই মোসলেম জাতিকে তাদের গোলাম বানিয়ে রাখার জন্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের এসলামকে বাদ দিয়ে তারা নিজেদের মনগড়া এসলাম তৈরি কোরেছে এবং সেই এসলামে এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা কোরেছে। আমরা ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোর’আনে বোলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীতে জ্ঞানে-বিজ্ঞানে, টেকনোলজিতে, সামরিক-বিজ্ঞানে, অর্থনীতিতে সমস্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ছিলাম। সেই শ্রেষ্ঠ জাতির ভাগিদার হওয়া সত্ত্বেও আজ আমরা পৃথিবীতে গোলাম জাতি। আমরা, যামানার এমামের অনুসারীরা এই সত্য কথাগুলি যাতে বোলতে না পারি সে জন্য আমাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালানো হোচ্ছে, আমাদেরকে নির্যাতন করা হোচ্ছে। কিন্তু আগুনকে যেমন ছাই চাপা দিয়ে রাখা যায় না তেমনি আমাদেরও সত্য থেকে বিরত রাখা যাবে না। আমরা স্পষ্টভাবে বোলছি যামানার এমাম যে সত্যটি, যে সিস্টেমটি মানব জাতির সামনে তুলে ধোরেছেন আজ যদি মানব জাতি সেটি গ্রহণ করে, তবে অবশ্যই পৃথিবীতে প্রকৃত এসলাম প্রতিষ্ঠিত হবে, মানুষ প্রকৃত শান্তি খুঁজে পাবে।
- See more at: http://desherpatro.com/2014/03/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-2/#sthash.8vsPYXBd.dpuf
Posted via Blogaway
No comments:
Post a Comment