এই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই...
সিকদার--
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
মানুষ নামের মানুষগুলো জানোয়ার হয়ে যায়।
খারাপ হওয়া কে যে শেখায়
আমি এ বিরলে ভেবে নাহি পাই।
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
হায়রে মানুষ নামের মানুষ গুলো
দাজ্জালেরই পায়ে তারা শির লুটায়।
বিধির বিধান মানে না তারা
দাজ্জালেরই হুকুমে পাগলপারা।
ভাইয়ে ভাইয়েরে মারে
দাজ্জাল বসে ইশারা করে।
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
প্রভুর হুকুম ছাড়া তারা জীবন চালায়।
নরকেরই অগ্নিকে তারা কতই ভালোবাসে
ধাওয়া করে বেড়াচ্ছে যে তাদেরই পিছে।
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
Posted via Blogaway
No comments:
Post a Comment