DESHERPATRO

Wednesday, March 5, 2014

তাহারে হারায়েছি এ নিশিতে____ সিকদার---

তাহারে হারায়েছি এ নিশিতে____
সিকদার---

আজিকে এ ভোর নিশিতে গল্প জুড়ে বসা আর হলনা
মনের কোণে জমে থাকা হাজার কথা বলা আর হলনা।
অভিমানে বন্দুয়া আমার ছেড়ে চলে গেলো
তাহার কথার সুরমালা কেমনে ভুলি বলো?

মনের আকুল বেদনা কাহারে জানাই এ রজনীতে
সকল ব্যথা কইতাম তারে সে ভাসে মনের সাঝনীতে।
গভীরে যাই আরো দেখি কয়লা
কবে যাবে মোর কালিমা ময়লা??

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment