DESHERPATRO

Wednesday, March 5, 2014

তাহার দরবারে শোকরিয়া জানাই। সিকদার ---

তাহার দরবারে শোকরিয়া জানাই।
সিকদার ---

সূর্যের কিরণ সকাল বেলায়
আমার মনে দোলা দিয়ে যায়।
রাতের অন্ধকার যে পলায়
সূর্যদীপ্ত দিনের আভায়।

প্রভুর হুকুমে সবই যে লড়েচড়ে
তাহা দেখিয়া মোর মন যে ভরে।
প্রভুর বিধানে তাহাই পাই হুকুম যে মাত্র তাহার
অন্যের হুকুমের গোলামী আর চলবেনা তাবেদার।

তাহার তরে শির লুটাই
এ ধরার সবারে যে বাচায়
মহান প্রভুর দরবারে হাজার শোকরিয়া জানাই
সকাল সন্ধ্যা রাতে যে তাহারই নিদর্শন পাই।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment