এবার ডাকি তোমায় সত্যের পথে-
সিকদার হাবিব,
আমি আছি অহে বন্ধু
থাকবো আমি থাকবে আমার রক্তবিন্দু।
প্রভুর দরবারে করি ফরিয়াদ
তিনি যেন করে তোমায় নছিয়াত।
তোমায় ভালোবাসি মোরা
ভাই বোন মোরা নাহি ভেদাভেদ
সত্য এসলাম করিবো কায়েম ছেড়ে মতভেদ।
চৌদ্দশত বছরে হয়েছে পণ্ডিত বহু
সারা নিখিলে এসলাম হয়নি কানাকড়িও
কেন এই হলো?
হাজার মতভেদ ফতোয়ার জাহাজ নিলো
ভাইয়ে ভাইয়ে মতভেদের বাহাস জুড়ে দিলো।
আজও তাই দেখি মোরা ভাই ভাই করি মারামারি,
কথা ছিলো এক হবার আজিকে কেন এতো কাড়াকাড়ি?
দুর্বার গতিতে চলিবার কথা ছিলো
খানকা তসবিহ নিয়ে ঘরে বসে রইলো।
কে বলে দেবে এদের মোসলেম যে মরে গেলো
ধরার চারিধারে হাহাকার একটু আখিটা মেলো।
এবার ডাকি ওহে মোদের ভাই বোন
এসো এক হই সত্যের তরে না করি খুন।
সত্যের পথে দীন কায়েমে ডাকে হেযবুত তওহীদ।
হাজার মতভেদ ভুলে ওহে ভাই বোন করো তুমি জিদ।
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
Posted via Blogaway
No comments:
Post a Comment