DESHERPATRO

Wednesday, March 5, 2014

নিজের মেয়েকে ধর্ষণ করলেন বাবা, কিশোরী অন্তঃসত্ত্বা :-

নিজের মেয়েকে ধর্ষণ করলেন বাবা, কিশোরী অন্তঃসত্ত্বা :-

(বয়স্ক বাবার হাতে টানা তিন মাস ধর্ষণেরশিকার হল ১৬ বছরের কিশোরী।ক্রমাগত ধর্ষণেরফলে অবশেষে কিশোরী গর্ভবতী হয়ে পড়লেঘটনাটি প্রকাশ পায়। এমনই নেক্কারজনকঘটনা ঘটেছে ধর্ষণের স্বর্গরাজ্য ভারতেরব্যঙ্গলোরের ভুবেনশ্বরে। মায়ের অভিযোগেরভিত্তিতে পাষন্ড পিতাকে ধর্ষণেরঅভিযোগে গ্রেফতার করা হয়েছে। খবরইন্ডিয়ান টাইমসের।অভিযুক্ত পাষন্ড পিতা একজন নির্মান শ্রমিকএবং তার স্ত্রী একজন গার্মেন্টস কর্মী।অসুস্হতার জন্য ভিকটিম হাসপাতালে যাবার পরচিকিৎসক তাকে গর্ভবতী হিসাবে চিহ্নিতকরলে এই নেক্কারজনক ঘটনা প্রথম প্রকাশ পায়।কুমারী মেয়ের গর্ভবতী হবার জন্যমা বকাবকি করলে অবশেষে মেয়ে পাষন্ডবাবার আসল পরিচয় মায়েরসামনে তুলে ধরতে বাধ্য হয়।এরপর পরই ভিকটিমের মা বাদী হয়ে বাবারনামে ধর্ষণের মামলা দায়ের করে।ঘটনাটি ফাঁস হলে হত্যার হুমকি দেওয়ায়কিশোরী কন্যা তিনমাস মুখ বুঁজে সহ্য করেছিল বাবার এই অপকীর্তি। :O :-(সূত্র : ইন্ডিয়া টাইমস

যদি না নেওয়া হয়??
কি??

ধর্ষণের শাস্তি কোরানভিত্তিক নয় বলে আজ এই অবস্থা।

দাজ্জাল!!!  ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার হুকুম আইন কানুন নিয়ে দেশ সমাজ ব্যক্তি চালানো হচ্ছে।
কিন্তু ধর্ষণ এর শাস্তি দেওয়া হচ্ছেনা কোরানিক অর্থাৎ মিত্তুদন্ড,

তাহলে বাবা মেয়ে কে কেন, ছেলে মাকে,ভাই বোন কে ধর্ষণ করছে তার বহু প্রমান আছে।

কেন হচ্ছে???? 

দাজ্জাল এর হুকুমত দিয়ে দেশ সমাজ ব্যক্তিগত জীবন চলতেছে,একদিকে মানুষ হয়ে উঠছে ভোগবাদী যন্ত্র নির্ভরশীল। আর হয়ে যাচ্ছে ভারসাম্যহীন, কোন টা মেয়ে কোনটা মা, বোন তার কোন বাছ বিচার নাই।

আর কত দিন চলবে এই দাজ্জালীও সিস্টেম ???

আজ বনি আদম কে একটা সিধান্ত নিতে তা হলো - তারা  মানবরচিত সকল নারকীয় তন্ত্র বাদ দিবে এবং স্রস্টার দেওয়া বিধান নিবে। তাহলেই শান্তি ও মুক্তি।

আবার বেচে উঠবে মানবতা,সকল ধর্ম ও বর্ণ।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment